তপন পাল, কপিলমুনি : কপিলমুনিতে স্বগীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু সংরক্ষণ পরিষদের উদ্দ্যগে বুধবার সকাল ১০টায় বিনোদ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর কপিলমুনি বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিনোদ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, মেহেরুনেচ্ছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
এছাড়া বক্তৃতা করেন রহিমা আক্তার শম্পা কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, অধ্যাপক মুজিবুর রহমান, রেজাউল করিম খোকন, ত্রিদীপ কান্তি মন্ডল, প্রধান শিক্ষক আব্দুর রহমান, গাজী আব্দুর রাজ্জাক রাজু, সাধন ভদ্র, হিমাদ্রি শেখর দে, সাংবাদিক জগদীশ দে। বক্তারা রায় সাহেবের ব্যবসা জীবন তার উন্নয়নমূলক কর্মকান্ড মানবকল্যাণে কাজ করাসহ বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক অনুপম সাধু, কপিলমুনি কলেজ এস এম সির সদস্য রাম প্রসাদ পাল, সন্দীপ সাধু, আফসার উদ্দিন মালী, বিধানচন্দ্র ভদ্র, মানিক সিংহ, এড. জয়ন্ত পাল, বাবু লাল হালদার, সরদার মোজাফফর হোসেন, ব্রজেন দাস, পলাশ দাস, অনিমেষ বিশ্বাস। পরিচালনা করেন মধু সুদন হালদার ও নিমাই দাশ।