কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বিকেল ৩-৩০টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা খুলনা বয়রা তরুণ সংঘ ফুটবল একাদশ ও মেহরাব ফুটবল একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় টাইব্রেকারে মেহরাব ফুটবল একাদশ ৪-১ খুলনা বয়রা তরুণ সংঘ ফুটবল একাদশ কে পরাজিত করে । খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন, পাইকগাছা -কয়রার মাননীয় সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন এর সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বন ও পরিবেশ অধিদপ্তর খুলনা মমতাজ বেগম, খুলনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শেখ শহীদুল্ল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, গদাইপুর ইউপির চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউপির সাবেক চেয়ারম্যান মনছুর আলী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, কপিলমুনি ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক রেজাউল করিম খোকন, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান, কে কে এস পির সভাপতি শেখ আঃ রশিদ, সাধারণ সম্পাদক এম বুলবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাধন কুমার ভদ্র, চম্পক কুমার পাল, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জিএম হেদায়েত আলী টুকু, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান , কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র দে, সহ-সভাপতি তপন কুমার পাল, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলন কুমার দাশ, শিমুল বিল্লাল বাপ্পী, সাংবাদিক পলাশ কর্মকার, আমিনুল ইসলাম, এস এম শফিউল ইসলাম, আঃ রহমান, আসলাম হোসেন, আঃ সবুর আল-আমীন, খায়রুল ইসলাম,জেলা ছাত্রলীগের মৃনাল কান্তি মন্ডল, তৈয়বুর রহমান,আঃ গফফার খান, মধুসূদন হালদার,রাসেল জোয়ার্দ্দার, জিএম হাবিবুর রহমান,অমৃত লাল সরদার প্রমুখ । ধারাভাষ্যে ছিলেন মফিজুল ইসলাম, ও সোনা । রেফারির দ্বায়িত্ব পালন করেন রাজু আহমেদ, উত্তম বাছাড় ও কামাল হোসেন । খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেহরাব ফুটবল একাদশ এর গোলকিপার আকাশ ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত