কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনি সম্মিলিত একুশ উদযাপন কমিটির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বেলা ১১টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ কক্ষে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল এর সভাপতিত্বে সভায় আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পমাল্য প্রদান, সকালে প্রভাতফেরী, সহচরী বিদ্যামন্দির মাঠে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, এড বিপ্লব কান্তি মন্ডল, প্রভাষক রেজাউল করিম খোকন, কে কে এস পির সাধারণ সম্পাদক এম বুলবুল আহমেদ, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র দে, যুবলীগের অহেদুজ্জান মোড়ল, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, শিক্ষক স্বপন মণ্ডল, কার্তিক দাশ প্রমুখ।