
কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনিতে মাদককে না বলি , খেলার মাঠে ফিরে আসি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেল ৩-৩০ টায় কাজিমুছা স্পোর্টস একাডেমির আয়োজনে কাজিমুছা ফুটবল মাঠে অনুষ্ঠিত ৩য় খেলায় লড়াই করেন, তালা সৈকত একাডেমী ও কাজিমুছা স্পোর্টস একাডেমি । তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য থাকা টাইব্রেকারে কাজিমুছা স্পোর্টস একাডেমি ৫-৪ গোলে তালার সৈকত একাডেমী কে পরাজিত করে । খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রশিদুজ্জামান মোড়ল, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র দে, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদ গাজী, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইমদাদুল জোয়াদ্দার, প্রচার সম্পাদক শাহিন কাগজী, মনোরঞ্জন দাশ, সঞ্জয় কুমার হাজরা,কেসমত হালদার, হাফিজুর রহমান । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মোঃ আঃ কুদ্দুস খান, সভাপতি, কাজিমুছা স্পোর্টস একাডেমি। হুসাইন কাগজী, সাধারণ সম্পাদক কাজিমুছা স্পোর্টস একাডেমি। খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন, বরুন সানা ,উত্তম বাছাড় ।খেলায় ধারাভাষ্যে ছিলেন, সাতক্ষীরা ধারাভাষ্যে ফোরামের সভাপতি অলিউল ইসলাম, সদস্য ,মশিয়ার শেখ, জিএম হাবিবুর রহমান । খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন কপিলমুনি স্পোর্টস একাডেমীর গোলকিপার কাবিজ ।