কপিলমুনি প্রতিনিধিঃ খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনকে সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ এর সহধর্মীনি শিক্ষানুরাগী সাবরিনা শরমীন আজমীকে (স্বর্ণা) সদস্য করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়েছে। কমিটির অন্যানরা হলেন পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হবেন কলেজের অধ্যক্ষ এবং সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠাতা ১ জন/ প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্য থেকে একজন সদস্য। এছাড়া কলেজের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য নির্বাচিত হবেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত