প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৫:১৭ পি.এম
কপিলমুনি প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তপন পাল, কপিলমুনি : "গ্রাম বাংলার মানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা" এ স্রোগানকে সামনে রেখে দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কপিলমুনি প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ রমজান (শুক্রবার) সন্ধ্যায় কপিলমুনি প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহাব্বত, সাধারণ সম্পাদক মিলন কুমার দাশ, সহ-সাধারণ সম্পাদক জি এম আসলাম হোসেন, কোষাধক্ষ্য জি এম মোস্তাক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, নির্বাহী সদস্য জিএম হাসান ইমাম ও এস এম লোকমান হেকিম। সিনিয়র সদস্য এস এম আব্দুর রহমানসহ স্থানীয় রোজাদার মুসল্লীরা এ ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু মুছা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া