
কপিলমুনি প্রতিনিধি : পাইকগাছার কপিলমুনিতে কপিলমুনি (বিনোদগঞ্জ) ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আম গাছের ডাল কর্তনের ঘটনাকে কেন্দ্র করে কপিলমুনির ব্যবসায়ী বিপ্লব সাধুর বিরুদ্ধে কপিলমুনি প্রেসক্লাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ সম্মেলন ও পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা সিআর মামলাসহ বিভিন্ন যায়গায় মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
স্থানীয় ধান্য চত্বরে কপিলমুনি (বিনোদগঞ্জ) ব্যবসায়ী সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কপিলমুনি ব্যবসায়ী সমিতির পক্ষে কোষাধ্যক্ষ তাপস কুমার সাধু বলেন, মূলত নাছিরপুর মৌজায় বিপ্লব সাধু, তার মা লতিকা সাধু ও বড় ভাই বাবুল সাধুর নামে গত ৪ সেপ্টেম্বর নাছিরপুর মৌজায় .৪৮ একর জমি খরিদ করেন। যার দলিল নং ২৩৯৪/১৯। সেখানে সাধু স্টীল কর্পোরেশনথর নামে প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তার প্রকল্পভূক্ত খরিদা জমির সীমানায় আগে থেকেই স্থানীয় বিধান বিশ্বাসদের খরিদা সম্পত্তির সাথে অতিরিক্ত ০.০০১ একর জমি জবরদখল করে রাখা হয়েছে। সম্প্রতি উভয় পক্ষের জমির আইল সীমানা নির্দ্ধারনে স্থানীয় আমিনদ্বারা মাপ-জোখ করে বিপ্লব সাধুর খরিদা .৪৮ একর জমির স্থলে .৪৭ একর জমি অস্তিত্ব পাওয়া যায়। এমন অবস্থায় যার যার জমি বুঝে দিতে উভয় মালিকদের সমন্বয়ে আমিনদের সম্পৃক্ততায় একটি রইদাদনামা সম্পন্ন হয়। যেখানে সংশ্লিষ্ট মালিকদের সকলের স্বাক্ষর দেওয়া হয়। সে মতে বিপ্লবের খরিদা .০০১ একর জমিতে লাগানো বিধানের কয়েকটি আম গাছের চারা কেটে নেওয়ার কথা বললে তিনি বিভিন্ন সময় নানা টালবাহানা করতে থাকেন।