
পাইকগাছা অফিস : উৎসব মূখর পরিবেশে পাইকগাছা কপিলমুনি মোটর সাইকেল চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন -২৪ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেলে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা সদরের সরল জিরো পয়েন্টে সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১০টি পদের মধ্যে ২টি পদের বিপরীতে ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পর্যবেক্ষণ ও ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুল মজিদ।নির্বাচনে সভাপতি পদে এস এম মোস্তোফিজুর রহমান বাবলু ৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মনিরুল ইসলামের প্রাপ্ত ভোট ৪১। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আছাদুল ইসলাম ৭০ ভোটে জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিধান চন্দ্র দাস এর প্রাপ্ত ভোট ৫৩। সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। যথাক্রমে সহ-সভাপতি পদে মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ জনি রহমান, লাইন সম্পাদক মাসুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক হৃদয় হোসেন, পরিচালক পদে হুসাইন সানা ও গোলাম হোসেন। এসময় ষোলআনা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জামান আলমগীর রুলু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত তুষার কান্তি মন্ডল, পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, ষোলআনা’র বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান, জামায়াতে ইসলামীর মাও. সম আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক জিএ রশিদ, পূর্ণ চন্দ্র মন্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধ্যক্ষ আব্দুর রহিম, শিমুল, লুৎফর গাজী, নূর আলী গোলদার সহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ হাফিজুর রহমান সানা, সহকারী মোঃ আলতাফ হোসেন, সাগর আহম্মেদ ও মোস্তাফিজুর রহমান।