
জন্মভূমি ডেস্ক : সরাসরি ক্ষেত থেকে শাকসবজি কিনে তা স্বল্প দামে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের কাছে বিক্রি করছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রামের খলিলগঞ্জ বাজারে এসব শাকসবজি বিক্রি করেন তারা।
সরেজমিন দেখা গেছে, প্রতিপিস লাউ ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, মুলা ২০ টাকা কেজি ও বিভিন্ন শাক প্রতি আঁটি ১-২ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রথমদিন পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের কাছে এসব সবজি বিক্রি করা হয়।
খলিলগঞ্জ এলাকার রিকশাচালক আলী আকবর বলেন, ‘কম দামে পেয়ে সবগুলো সবজি অল্প-অল্প করে কিনেছি। প্রতিদিন যদি এ দামে শাকসবজি পাওয়া যায় তাহলে এখান থেকেই কিনবো।’
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা এ কর্মসূচি শুক্রবার থেকে শুরু করেছি।
এ বিষয়ে সভাপতি রাজু আহমেদ বলেন, সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সিন্ডিকেট ভাঙতে এ কর্মসূচি চলমান থাকবে।
তিনি আরও বলেন, প্রতিটি উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমরা এ কর্মসূচি চালু করবো। কৃষকরা যাতে তাদের ফসলের সঠিক মূল্য পান এবং ক্রেতারাও যেন সঠিক দামে কিনতে পারেন সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।