
বিজ্ঞপ্তি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা, মহানগর ও ফুলতলা উপজেলা কমিটির আয়োজিত বৃহস্পতিবার ফুলতলা শহীদ আসাদ-রফি গ্রন্থাগার চত্বরে কমরেড আনসার আলী মোল্লার স্মরণে অনুষ্ঠিত শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির ফুলতলা উপজেলা কমিটির সভাপতি কমরেড মাস্টার সন্দীপন রায় এবং পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক (ভারপ্রপ্ত) কমরেড গৌতম কুমার কুণ্ডু ও প্রভাষক জাহাঙ্গীর আলম। শুরুতে জাতীয় সংগীত, আন্তর্জাতিক সংগীত ও এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাশ, কমরেড নুর আহমেদ বকুল, কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দিপংকর সাহা দিপু। এছাড়া বক্তৃতা করেন পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মোঃ মোস্তাফিজুর রহমান, শাহীন জামাল পন, ক কমরেড আব্দুস সাত্তার মোল্লা, রেজওয়ান রাজা প্রমুখ।
সভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন ও দামোদর ইউপি চেয়ারম্যান শরিফ মোহাম্মদ শিপলু ভূঁইয়া।