বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য কমরেড রতন সেনের বর্ষব্যাপী জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে উদযাপন পরিষদের এক সভা পরিষদের আহ্বায়ক কমরেড সুখেন রায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব কমরেড এড. এম এম রুহুল আমিনের পরিচালনায় আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিপিবি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মনিরুল ইসলাম, কমরেড ডাঃ মনোজ দাস, কমরেড এস এ রশীদ, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড সুতপা বেদজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ লক্ষণ সাহা, আফজাল হোসেন রাজু, শেখ রবিউল ইসলাম রবি, সৌরভ সমাদ্দার, নাজমুল মিলন প্রমুখ। সভায় কমরেড রতন সেনের বর্ষব্যাপী জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত