বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কিংবদন্তী শ্রমিক নেতা কমরেড সহিদুল্লাহ চৌধুরী গত ৩ জানুয়ারী মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত শোক দিবস উপলক্ষে ৫ জানুয়ারী সকাল ১০টায় সিপিবি খুলনা জেলা কার্যালয় চত্বরে কালো পতাকা উত্তোলন ও পার্টি পতাকা অর্ধনমিত রাখা হয়। বিকাল ৪টায় পার্টি কার্যালয় কমরেড সহিদুল্লাহ চৌধুরী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়। জেলা সভাপতি ডা. মনোজ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক গাজী নওশের আলী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা আব্দুল হালিম, মোস্তাফিজুর রহমান রাসেল, এ্যাড. খান আজরফ হোসেন মামুন, জাহানারা আক্তারী, যুবনেতা ধীমান বিশ্বাস, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ। নেতৃবৃন্দ কমরেড সহিদুল্লাহ চৌধুরী জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য রাখেন। কমরেড সহিদুল্লাহ চৌধুরী লতিফ বাওয়ানী জুটমিলের সাধারণ শ্রমিক থেকে মিলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন দুই মেয়াদে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)’র আহ্বায়ক ছিলেন। পাটকল সুতাকল ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম কমিটির প্রধান নেতা ছিলেন। একজন সাধারণ শ্রমিক থেকে জাতীয় রাজনীতির সামনের কাতারে চলে আসা এই মহান নেতা বাম গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির মানুষ ও দেশবাসী চিরদিন স্মরণ করবে বলে আলোচকরা মনে করেন। সকালে পতাকা উত্তোলনের সময় পার্টির জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।