
তালা প্রতিনিধি : বুধবার (৭ জুন) বেলা সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকোর আর্থিক সহাতায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সাথে কমিউনিটি বেজড শিশু সুরক্ষা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর মোঃ আক্তার হোসেন। কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন এবং কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শারিদ বিন শফিক। এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, তুষার কান্তি মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোঃ রফিজ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা প্রোগ্রাম অফিসার ওসিসি প্রনব বিশ্বাস, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ যুবউন্নয়ন,বন সংরক্ষণ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিনিধি, গাবুরা,বুড়িগোয়ালিনি,মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ইউনিয়নের শিশুসুরক্ষা কমিটির সদস্য এবং শিশুরা উপস্থিত ছিল। সভাটি সঞ্চালনা করেন উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তার।