কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় সাকবাড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।
১০ সেপ্টেম্বর রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি),বিএম তারিক উজ- জামান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের হরিহরপুর গাঁতিরঘেরি এলাকার শাকবাড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে, বালু মহল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ৪ এর (গ) লঙ্ঘনের দায়ে ও একই আইনের ধারা ১৫ মোতাবেক আংটিহারা গ্রামের মুনসুর গাজীর ছেলে রোকনুজ্জামান (৩৫) এর নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন কাটকাটা পুলিশ ফাঁড়ির সদস্যগণ। উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের রিয়াদ হোসেন সহ অন্যান্য।
কয়রায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
Leave a comment