
জন্মভূমি ডেস্ক : দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে খুলনার কয়রায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ৩০ জুলাই রবিবার সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: রাশেদুল ইসলাম রাসেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসিন রেজা, উপজেলা যুবলীগের সভাপতি ও কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা ও খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম মেজবাহউদ্দিন মাসুমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড, কেরামত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে খগেন্দ্র নাথ মন্ডল, বাবু কর্ণধর মন্ডল, ডাক্তার এ কে এম ফজলুল হক, অ্যাডভোকেট আবু জাফর, গাজী আজিজুল হক, জিএম ফজর আলী, জিএম শাহাবুদ্দিন, জাফরুল ইসলাম পাড়, কয়রা কপোতক্ষ কলেজের অধ্যক্ষ অদৃশ আদিত্য মন্ডল,হারুন-অর রশিদ,শাহবাজ আলীসহ মিছিল সমাবেশে কয়রা উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের সংস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।