
জন্মভূমি রিপোর্ট : খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদের কক্ষের দরজা বন্ধ করে সংরক্ষিত আসনের এক নারী ইউপি সদস্যকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। লাঞ্ছিতের অভিযোগ উপজেলার আমাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের বিরুদ্ধে। লাঞ্ছিতের শিকার ওই ইউপি সদস্য দিলরুবা খাতুন গত রোববার সন্ধ্যায় চেয়ারম্যানের বিরুদ্ধে কয়রা থানায় সাধারণ ডায়রি করেন।
সাধারন ডাইরিতে উল্লেখ করা হয়েছে, গত শনিবার সকাল সাড়ে ১০টায় দিলরুবা খাতুন ইউনিয়ন পরিষদে যাওয়ার পর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল তাকে তাঁর কক্ষে ডাকেন। কক্ষে গেলেই ইউপি চেয়ারম্যান প্রথমে কক্ষের দরজা বন্ধ করেন। সে সময় সেখানে পরিষদের আরও কয়েকজন সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই কোনো কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তাকে মারতে উদ্যত হলে উপস্থিত কয়েকজন তাকে নিবৃত্ত করেন। এ সময় চেয়ারম্যান তাকে প্রাণনাশের হুমকিও দেন।
ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল বলেন, আসলে কিছুই হয়নি। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জিডি করেছেন। নারী ইউপি সদস্যের বিরুদ্ধে তিনিও মামলা করবেন বলে জানান।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, ইউপি সদস্য দিলরুবা খাতুন থানায় সাধারণ ডাইরি করেছেন। এখন তদন্ত হবে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।