
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আবু সাঈদ বিশ্বাস নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলার সুতির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কনটিজেন্টের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, অবৈধ অস্ত্র ব্যবসা, বনদস্যুদের অস্ত্র সরবরাহ, বনদস্যুদের খাবার সরবরাহ এবং সুন্দরবনে বীষ দিয়ে মাছ শিকারের সিন্ডিকেট পরিচালনা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত