কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় কয়রা সদরের মসজিদ-ই আবু বকর (রা:) চত্ত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের,নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সুজাউদ্দীন,কয়রা ইউনিয়নের আমীর মো: মিজানুর রহমান, বাগালী ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হামিদ,উত্তর বেদকাশি ইউনিয়নের আমীর মাস্টার নূর কামাল,দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আমীর মাওলানা মতিউর রহমান,ছাত্রশিবির কয়রা উপজেলা সভাপতি সামিউল ইসলাম, কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সরদার জুলফিকার আলমসহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ মিছিলটি কয়রা বাজার প্রদক্ষিণ শেষে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা স্বতঃস্ফূর্তভাবে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জাতীসংঘসহ মুসলিম মোড়লদের নিরব ভূমিকার সমালোচনা করেন এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন।