শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা : খুলনার কয়রায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে কয়রা থানা পুলিশ।
“পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বেলা ১১ টায় কয়রা থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে এ দিবসের কার্যক্রম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা কয়রা থানা চত্বর সহ থানা কম্পাউন্ড এলাকা প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা শেষে কয়রা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক বাবন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কেরামত আলী, পুলিশ পরিদর্শক টিপু সুলতান, কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি দিদারুল আলম, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, প্রধান শিক্ষক খায়রুল আলম, এসআই ফরিদুজ্জামান, এস আই মাসুম বিল্লাহ, এএসআই মিহির কুমার মজুমদার, নারী নেত্রী সুলতানা মিলি, দীন মোহাম্মদ, কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,কমিউনিটি পুলিশিং কার্যক্রম কে আরো গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে। পুলিশ আর জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করলে দ্রুত গতিতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এছাড়া যে কোন অপরাধ কমিয়ে আনাও সম্ভব হবে।