কয়রা প্রতিনিধি : কয়রায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিউটির মোড় এ অভিযান চালায় তারা। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম হল মো: আসাফুর রহমান। এ সময়ে তার কাছ থেকে অপদ্রব্য পুশ করা ১৪ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জনৈক এক ব্যবসায়ী উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিউটির মোড় এলাকায় বাগদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এমন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালায়। এ সময়ে তারা ব্যবসায়ী আসাফুর রহমানকে অপদ্রব্য পুশ করা অবস্থায় আটক করে। তারা ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৪ কেজি চিংড়ি মাছ জব্দ করে। পরবর্তীতে ওই কর্মকর্তারা জব্দকৃত মাছ মাটিতে পুতে বিনষ্ট করে। অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তঅ মো: আমিনুল হক।