
কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী কাছারিবাড়ি বাজারে অগ্নিকান্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০/ ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। গত ২৪ মে (বুধবার) ভোর ৫ টার দিকে কাছারীবাড়ি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। কাছারীবাড়ি বাজার কমিটির সভাপতি সরদার হারুন জানান, বিদ্যৎুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারনা। এতে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। ব্যবসায়ীরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছিলো। উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম জানান, কাছারীবাড়ি বাজারে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে । পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রেনে আনে। এ সময় তিন টি দোকানের মালা-মাল পুড়ে ছাই হয়ে যায়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা(বিপিএম) অগ্নি কান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন , অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভিব রাখা সহ ফায়ার সার্ভিসের কমীদের নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।