শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা : খুলনার কয়রা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেল আরো ৪৯ টি ভূমি ও গৃহহীন পরিবার। আজ মঙ্গলবার ১১ জুন বেলা ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে পুরো কয়রা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে বলে জানিয়েছেন কয়রা উপজেলা প্রশাসন। এর আগে কয়েক ধাপে আরও ১৯০ টি ঘর হতদরিদ্রদের মাঝে হস্তান্তর করা হয়।
সারাদেশে আশ্রয়ন -২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরো আঠারো হাজার পাঁচশো ছেষট্টিটি বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরমধ্যে কয়রা উপজেলার ৪৯ টি গৃহহীন পরিবার পেল নতুন বাড়ি। প্রধানমন্ত্রীর উপরের বাড়ি পেয়ে দারুন খুশি উপকার ভোগী পরিবারগুলো।
কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানটি উপজেলা পরিষদের হলরুম থেকে সম্প্রচারিত হয়। এ সময় ৪৯ টি গৃহহীন পরিবারের লোকজন সহ সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ-জামান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কয়রা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিএম মোহসিন রেজা,কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ,উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান বলেন প্রধানমন্ত্রীর দেওয়া মোট ২৩৯ টি ঘর হস্তান্তর করা হয়েছে এর মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কয়রা উপজেলা কে ভূমিহীন ও গৃহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছেন। নির্বাহী অফিসার বলেন, কয়রা উপজেলাটি নদী ভাঙ্গন কবলিত এলাকা এখানে প্রতিনিয়ত মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়ে ভূমিহীন হয়ে পড়ে, এসব নিঃস্ব অসহায় মানুষকে যাতে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে পুনরবাসিত করা যায়, একই সঙ্গে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে উপকার ভোগীদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কাজ করা হচ্ছে। আশ্রয়ন প্রকল্প উপজেলার গৃহ ও ভূমিহীন মানুষকে শুধু আশ্রয়ই দেয় না কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করে তোলে।