কয়রা প্রতিনিধি : পারিবারিক কলহকে কেন্দ্র করে উপজেলার বাঁশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কান্তি রায় (৫২) ও তার পুত্র সজল রায় (৩০) কে বেধড়ক পিটিয়ে আহত করেছে শরিকের লোকজন। আহত পিতা-পুত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকাল ছয়টার দিকে উপজেলার বাঙালি ইউনিয়নের বাঁশখালী ভুক্তভোগী সরোজ রায়ের প্রায় ৫০/৬০ বছরের ভোগ দখলীয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত নিজ বসতবাড়ির পুকুর, পাশের শরিকের দীনেশচন্দ্র লোকজন লাগিয়ে খনন করছে। এ সময় তিনি বাধা দিলে দীনেশচন্দ্রের নেতৃত্বে সাত-আট জন মিলে সরোজ রায়কে বেধড়ক পেটাতে থাকে। তাকে উদ্ধারে তার পুত্র সজল এগিয়ে এলে তারা তাকেও বেদম মারধর করে। এ সময় গ্রামবাসীরা ছুটে এসে আহত পিতা পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। আহত সজল রায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরলেও মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সরোজ রায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুজিত কুমার বৈদ্য জানান, আশঙ্কা কেটে গেছে তবে তাকে পুরাপুরি সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে।
আহত সরোজ রায় উপজেলার বাঁশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।