কয়রা (খুলনা) প্রতিনিধি : বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।
তারই অংশ হিসেবে ১৭ ডিসেম্বর মঙ্গলবার আশা গিলাবাড়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে কয়রা,খুলনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আশা-গিলাবাড়ী ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুস সবুর।
উক্ত মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ হাবিবুর রহমান, ইউপি সদস্য মোঃ ফেরদৌস রহমান, সমাজ সেবক মোহাম্মদ অলিউল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা এবং ৫ -১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।
আশা কর্পোরেট সোস্যাল রেসপন্সেবিলিটি (CSR) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেওয়া হয়।