কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনার কয়রায় বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ নভেম্বর) সকাল ১০ টায় ফেইথ ইন এ্যাকশন-মুক্তির আহবান প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেইন ইন এ্যাকশনের প্রকল্প ব্যবস্হাপক য্যকোব টিটু পিনারুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,এনজিও প্রতিনিধি প্রনতি কস্তা।
এসময় গুচ্ছ পর্যায়ের সংগঠন, শিশু সুরক্ষা কমিটি,শিশু কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি, সরকারী অফিসার ও অন্যান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত