
কয়রা প্রতিনিধি : আগামী ২৬ সেপ্টেম্বর বিএনপির তারুণ্যের রোড মার্চ সফল করার লক্ষ্যে কয়রা থানা বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। কয়রা থানা যুগ্ম আহ্বায়ক জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুগ্ন আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম (নান্নু)। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন জেলা সদস্য মোঃ জাফরী নেওয়াজ (চন্দন) ও জেলা সদস্য তানভীরুল আলম (রুম্মান)। থানা যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কয়রা সদস্য সচিব মোঃ নুরুল আমিন বাবুল, মোঃ জাফরুল ইসলাম, আশরাফুল আলম নান্নু, মুহতাসিম বিল্লাহ, মোঃ আইয়ুব আলী, তানভীরুল আলম জুম্মান প্রমুখ। সভা শেষে দলীয় সমর্থক ও নেতা-কর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

