বিজ্ঞপ্তি : কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন যুব মহিলা লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় আমাদী ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় আমাদী ইউনিয়নের যুব মহিলা লীগ সভাপতি অর্চনা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন অত্যন্ত আশাব্যাঞ্জক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব। বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করছে আর নারীদের উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন তরান্বিত হবে। তাই নারীদের দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারীদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া তিনি উপজেলা ও ইউনিয়ন যুব মহিলা লীগকে সুসংগঠিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সব সময় তাদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন খগেন্দ্রনাথ মন্ডল, জাফরুল ইসলাম পাড়, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, আব্দুর রশিদ মোড়ল, নির্মল চন্দ্র দাষ, হাসিনা পারভিন, যুবলীগ নেতা এড. আরাফাত হোসেন, শরিফুল ইসলাম টিংকু, আমিনুল হক বাদল, তরিকুল ইসলাম, আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটন, সুমাইয়া আমিন লতা, সুলতানা মিলি, শাহিনা খাতুন, লাভলী পারভিন, আয়েশা প্রমুখ।