কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলার রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ১শ’ ৫০ জন অসহায় বিধবা নারী, দু:স্থ, প্রতিবন্ধি পরিবারের মাঝে বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রোববার সকাল ১০টায় কয়রা মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইফতার সামগ্রী বিতরণের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার। প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আবু হুরাইরা খোকন ও মহিলা ইউপি সদস্য শাহানারা জামাল। আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রেজাউল করিম, আঃ গফুর, শিক্ষক আশরাফ হোসেন, শামছুন্নাহার ও রাবেয়া খাতুন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত