
কয়রা প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ কয়রা-পাইকগাছা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কয়রায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এড. শেখ মোহাম্মাদ নুরুল হকের কনিষ্ঠ পুত্র শেখ রাশেদুল ইসলাম রাসেল। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা সদরে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শেখ রাশেদুল ইসলাম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া কামনা করে বলেন, তিনি যেন সুস্থ্য শরীরে দেশ পরিচালনা করতে পারেন। রাসেল বলেন, আমি বিগত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। আমার পিতা সাবেক এমপি প্রয়াত নুরুল হক এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি কয়রা-পাইকগাছা উন্নয়নের রূপকার ছিলেন। তিনি (শেখ রাসেল) মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে তার পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা রফিকুল ইসলাম সানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ ছাত্তার পাড়, গাজী আজিজুল হক, মোঃ ইব্রাহিম সানা, মৃনাল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সানা, সরদার শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ওলিউর রহমান খোকা, মেহেদি হাসান দিদার, ফাইমিন সরদার, প্রনব মন্ডল, আসিব ইকবাল রনি, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান সবুজ, শেখ বাবলু প্রমুখ।