কয়রা প্রতিনিধি : শারদীয়া দুর্গা উৎসব ২০২৩ উপলক্ষে কয়রায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কয়রা থানার আয়োজনে সোমবার বেলা ১১টায় কয়রা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানের সভাপতিত্বে থানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার পিপিএম, কয়রা-পাইকগাছা সার্কেলের এএসপি মো: সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, এ্যাড: অম্বিকা চরণ সানা, দিলীপ কুমার বৈরাগী। মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাতটি ইউনিয়নের দুর্গা মন্দিরের সভাপতি সম্পাদক মন্ডলীরা উপস্থিত ছিলেন। এ বছর উপজেলার ৭ ইউনিয়নে ৫৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা কয়েক স্তর নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর পরিবেশে শারদীয়া এই দুর্গা উৎসব উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।