কয়রা প্রতিনিধি : উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শিশু সুরক্ষায় কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল পাঁচটায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্ব ও হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠানে বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান বিভূতি ভূষণ রায়, কয়রা সমাজ সেবা অধিদপ্তরের কারিগরি প্রশিক্ষক আলমগীর কবির, ইউপি সদস্য মো: মাসুদুর রহমান, ইউপি সদস্য মোস্তফা কামাল, ইউপি সদস্য আব্দুল মান্নান ইউপি সদস্য জামাল ফারুক জাফরিনসহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ। ডায়ালগ অনুষ্ঠানে অনূর্ধ্ব ১৮ বছরের সকল শিশুর প্রতি নির্যাতন, বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু পাচার, শিশু প্রতিবন্ধীসহ শিশুদের যেকোনো ঝুঁকি মোকাবেলায় কয়রা সমাজসেবা অধিদপ্তরসহ জরুরী ১০৯৮ নম্বরে ফোন কলের বিষয়সহ শিশুদের যেকোনো নির্যাতন ও সুরক্ষার বিষয়ে অবহিত করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত