জন্মভূমি ডেস্ক : খুলনার কয়রায় বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের দুই কর্মীকে আটক করা হয়েছে।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পল্লী বিদ্যুতের আটক দুই কর্মী হলেন বাগেরহাট জেলার সদর উপজেলার ক্ষুদ্রচাকশ্রী গ্রামের সুর্যকান্ত দাশ ও পলাশ কুমার দাশ।
এসময় তাদের নিকট থেকে ৮ কেজি হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের অফিসিয়াল কাজে ব্যবহারিত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৮ কেজি হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের ২ কর্মীকে আটক করা হয়েছে।এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত