
বিজ্ঞপ্তি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়রা উপজেলা বিএনপি’র আটজন নেতাকর্মীর পদ-পদবী সাময়িক স্থগিত করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটির জরুরি সভায় শনিবার সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমিন বাবুল ও ১ম যুগ্ম-আহবায়ক জিএম মাওলা বক্স যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
পদ স্থগিতকৃতরা হলেন কয়রা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান বেল্টু, এমএ হাসান, আবু সাঈদ বিশ^াস, সদস্য শেখ আব্দুর রশিদ, কোহিনুর আলম, আঃ সামাদ সরদার, জিএম হাবিবুর রহমান ও শেখ সালাউদ্দীন লিটন। একই সাথে শৃঙ্খলা ভঙ্গ করে জেষ্ঠ্য নেতাদের সম্পর্কে কটুক্তি করায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে জেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেছেন কয়রা বিএনপি’র নেতৃবৃন্দ।