সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ০৩ বোতল এলএসডি মাদক জব্দ করেছে। শনিবার সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা কলারোয়া উপজেলার চান্দুরিয়া সীমান্ত অবস্থান নেয়। এসময় বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় ওই স্থান থেকে ০৩ (তিন) বোতল ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।