জন্মভূমি ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯২২ জন, এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৩০১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৫৭ হাজার ৪৫২ জন।
রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৪৪৮টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯২২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৫৭ হাজার ৪৫৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৮৮ হাজার ৪৭টি।
মারা যাওয়া ১০১ জনের মধ্যে পুরুষ ৫২ জন, আর নারী ৪৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন আট হাজার ১২০ জন এবং নারী দুই হাজার ৯৩৩ জন।
বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৬৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।
মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগের ৫৪ জন, চট্টগ্রাম বিভাগের ২৩ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একজন করে, খুলনা বিভাগের পাঁচ জন, বরিশাল বিভাগের সাত জন, সিলেট বিভাগের আট জন এবং রংপুর বিভাগের আছেন দুই জন।