শেখ আব্দুল হামিদ
খুলনা বিভাগে গত চার দিনে ৯৮ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের দিক থেকে খুলনা জেলা রয়েছে শীর্ষে। তার পরেই যশোরের স্থান। চারদিনে খুলনায় আক্রান্ত ৫৬ জন আর যশোরে ২৮ জন। গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে করোনার শুরু থেকে এপর্যন্ত বিভাগে মোট আক্রান্ত হলেন ১ লাখ ২৯ হাজার ৫১০ জন। আর এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে মোট ৩ হাজার ২৫০ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: মনজুরুল মুরশিদ এ তথ্য নিশ্চিত করেন। গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় আক্রান্ত ২১ জন এবং যশোর জেলায় ৭ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় আক্রান্ত ২১জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩২ হাজার ১৮৮ জন। আর মৃত্যু হয়েছে ৮০১ জনের। বাগেরহাট জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১ জন। আর মোট আক্রান্ত ৭ হাজার ৮৯৬ জন। মৃত্যু হয়েছে মোট ১৪৫ জনের। সাতক্ষীরায় মোট আক্রান্ত ৮ হাজার ৩১৮ জন। মোট মৃত্যু হয় ৯২ জনের। যশোর জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ জন। মোট আক্রান্ত ২৫ হাজার ৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ৫৩৬ জনের। নড়াইল জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১ জন, মোট আক্রান্ত ৫ হাজার ৫৯১ জন। আর মোট মৃত্যু হয়েছে ১২৫ জনের। মাগুরায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ জন, মোট আক্রান্ত ৪ হাজার ৬৪৯ জন। আর মৃত্যু হয়েছে ৯১ জনের। ঝিনাইদহ জেলায় জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ জন, মোট আক্রান্ত ১০ হাজার ৮৫১ জন। আর মৃত্যু হয়েছে ২৭৬ জনের। কুস্টিয়া জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয় ১ জন। এপর্যন্ত মোট আক্রান্ত ২১ হাজার ৬৪৭ জন আর মোট মৃত্যু হয় ৮০৯ জনের। চুয়াডাঙ্গা জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১ জনসহ মোট আক্রান্ত ৭ হাজার ৮৭৮ জন। আার মোট মৃত্যু হয়েছে ১৯০ জনের। মোহেরপুর জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ জন, মোট আক্রান্ত ৫ হাজার ৪৮৪ জন। আর মৃত্যু হয়েছে মোট ১৮৫ জনের। এর আগের দিন রবিবার বিভাগের ১০ জেলায় মোট আক্রান্ত হয় ৩৮ জন।