
বিজ্ঞপ্তি : খুলনা কর আইনজীবী সমিতির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সমিতি মিলনায়নে আয়কর আইন ও নির্দেশিকা ২০২৩-২৪ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আইনজীবী জি এম গোলাম রসুল। মুখ্য আলোচক ছিলেন সাবেক সভাপতি ও বিটিএল এর সাবেক সভাপতি মনিরুল হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ মো. রোকনুজ্জামান। বক্তৃতা করেন মাহবুবুল আলম তরুণ, মো. নজরুল ইসলাম, হারুন-অর-রশিদ, এ বি এম মোস্তফা জামান, মো. মুজিবুর রহমান, মো. আমিনুর রহমান সোহাগ, শেখ মো. শফিকুর রহমান, সৈয়দ মনিরুজ্জামান, দুলাল কুমার আইচ, সুলতান আহমেদ টুলু, সব্যসাচী দাস, মহসীন কবীর দুলু, খান আশরাফুল আলম, তানিমা তাসমীন ও শারমীন আক্তার লাকি।