এইচএম আখতারুজ্জামান, বরিশাল অফিস : পটুয়াখালী কলাপাড়া উপজেলায় আন্ত:জেলা ডাকাত গ্রুপের ৬ সদস্যকে স্থানীয় যুবকরা উপজেলার গামুরতলা গ্রামের কাসেম আলীর বাড়িতে গতকাল মঙ্গলবার সকালে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গামুরতলা গ্রামের কাসেম আলীর বাড়িতে ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭) সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) ও রাকিবুল খান (২৭) দীর্ঘদিন ধরে ডাকাত গ্রুপের সদস্যর আনাগোনা ছিল। তাদের মধ্যে দুই জন গামুরতলা গ্রামে এবং অন্য চার জনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে। মঙ্গলবার রাতে গামুরতলা গ্রামে কাপড় ব্যবসায়ী রাসেল মিয়ার বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাত দলের সদস্যরা ওই বাড়ির জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেধেঁ নগদ দুই লাখ টাকা এবং স্বর্ণালংকার লুটে নেয়। এব্যাপারে গৃহকর্তী নুপুর বেগম কাসেম মিয়ার বাড়িতে অবস্থানরত ব্যক্তিদের ডাকাত গ্রুপের সদস্য বলে সনাক্ত করে। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জানান, ডাকাতি মামলার প্রস্তুুতি চলছে। আটককৃদের মধ্যে দুই জনের নামে আগেই ডাকাতি মামলা রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত