সাতক্ষীরা প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া উপশহরে শান্তি সমাবেশ ও র্যালি করেছে উপজেলা আওয়ামীলীগ ।
আজ শনিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের বিশাল এক শান্তি র্যালী বের হয়। র্যালীটি উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সাতক্ষীরা জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা আন্দোলনের বিএনপি জামায়াত জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস করলে আর ছাড় দেয়া হবে না বলে হুসিয়ারী দেন। এসময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তরা।