
সিরাজুল ইসলাম, শ্যামনগর: সাতক্ষীরার কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ইলিশপুর গ্রামের ইটভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালক হাসান আলী (৫০)। যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের মৃতঃ সিরাজুল (নেদু) সরদারের জামাতা। নিহতের (চাচাত)শ্বশুর আজহার সরদার জানান, হাসান আলীর বাড়ী কুষ্টিয়া। সে প্রায় ৪০বছর যাবত শ্বশুরালয়ের পাশেই বসবাস করে। তার ১ ছেলে ৩ মেয়ে আছে। সে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। গতকাল থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান,তার লাশ পাওয়া গেছে।