
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় গলায় ফাঁস দিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তার নাম পারভেজ হোসেন। সে কেমবপুর ত্রিমোহনি মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী এবং কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের কৃষক শওকত আলী মোল্লার ছোট ছেলে। বাবা শওকত আলী মোল্লা বলেন, তিন সন্তানের মধ্যে পারভেজ ছিল সবার ছোট। পারভেজের সঙ্গে ওর সহপাঠী বা এলাকার কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। এমনকি বাড়িতেও কোনো ঝামেলা হয়নি।
দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে বলেন, পারভেজ মেধাবী শিক্ষার্থী। ও খুব ভদ্র শান্ত প্রকৃতির ছিল।
সে যশোর জেলার কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার সে ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
কলারোয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।