সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পল্লীতে ডাল ভাঙতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে তৌহিদুর রহমান (৪২) নামের এক যুবক মারা গেছে। তিনি জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, তৌহিদুর বিভিন্ন মৌসুমে বিভিন্ন কাজ ও ব্যবসা করে থাকে। মঙ্গলবার তৌহিদ জনৈক আবুলের আম গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন।
পরে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তৌহিদের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।