জন্মভূমি ডেস্ক : কলারোয়ার জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৌরসদরের বুঝতলা নছিমন স্ট্যান্ডের একটি কম্পিউটার দোকান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আহম্মদ আলী (৫৫) উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের মৃত নুর আলীর ছেলে। পৌরসভার গদখালী গ্রামে তার স্থায়ী আবাস হলেও বর্তমানে তিনি বেশিরভাগ সময় খুলনায় পরিবার নিয়ে বসবাস করেন। মাওলানা আহম্মদ আলী কলারোয়া আলিয়া মাদরাসার উপাধাক্ষ্য পদে দায়িত্বরত। তিনি কলারোয়া পৌর জামায়াতের সাবেক আমীর। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিনের পলাতক ও একাধিক নাশকতা মামলার আসামি মাওলানা আহম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহষ্পতিবার তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন-গ্রেফতারকৃত আহম্মাদ আলীর বিরুদ্ধে ১৩টি মামলা চলমান রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত