
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মুজিবুর রহমান (৭৫) কে শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা ধরনের রোগে ভুগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।