সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ঠ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলার গোপিনাথপুর প্রাইমারী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রাশিদা খাতুন (৪৮)।
নিহতের স্বামী হাবিবুর রহমান (৫৫) জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে যশোর জেলার বাগআঁচড়া এলাকার মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে কলারোয়ার গোপিনাথপুর প্রাইমারী স্কুলের সামনে একটি ট্রলি সামনে থেকে ধাক্কা দিলে স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল থেকে পড়ে একটি বাসের চাপায় তার মৃত্যু হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত