
ডেস্ক রিপোর্ট : কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তাকে গুরুত্বর জখম অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে-শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে। আহত গৃহবধু প্রবাসীর স্ত্রী নুরুন নাহার (৩৬) জানান-তার বাসা বাড়ীর দ্বিতল ভবনের কাজ চলছে। ছাদে পানি দেওয়ায় হয়। ঐ পানি ছাদের পাইপ দিয়ে নিচে চলে আসে। এতে তার বড় ভাসুর আনারুল ইসলামের ঘরে পাশে ও প্রবাসীর সীমানায় ওই পানি এসে পড়ে। পরে উভয় পক্ষের কোন ক্ষয়ক্ষতি না হয় সে দিকে বিবেচনা করে পানি নিষ্কাশনের জন্য প্রবাসীর স্ত্রী নুরুন নাহার তার সীমানায় একটি গর্ত খোড়ার কাজ শুরু। এসময় আনারুল ইসলাম ও তার স্ত্রী ছকিনা খাতুন এসে গর্ত খোড়া নিয়ে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রীকে একা পেয়ে আনারুল ইসলাম, ছকিনা খাতুন, শাওন, মাসুদ, শাহানারা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসে তাদের এলোপাতাড়ী হামলায় প্রবাসীর স্ত্রী নুরুন নাহারের মাথা ফেটে গুরুত্ব জখম প্রাপ্ত হয়। এসময় তারা প্রবাসীর কাছে থাকা হাতের ও গলায় থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়। প্রতিপক্ষরা এসময় ফরহাদ হোসেন নামের এক শিশুকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী জানতে পেরে ঘটনা স্থানে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় ন্যায় বিচারের দাবিতে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

