মহামারী করোনা ভাইরাসের কারণে টানা প্রায় ৫ মাস রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় চীন দেশে কাঁকড়া রফতানি চালুর দাবিতে মানববন্ধন করেছেন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী ও খামারীগণ। বুধবার সকাল ১১ টায় পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে এ মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে প্রাথমিক পর্যায়ে লকডাউন চলাকালীন দুই মাস এবং সর্বশেষ গত ২৬ জুন থেকে সরকারি নির্দেশে আরো প্রায় তিনমাস চীন দেশে কাঁকড়া রফতানি বন্ধ হয়ে আছে। এতে করে একদিকে যেমন সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি তীব্র ক্ষতির মুখে পড়েছেন কাঁকড়া শিল্পের সাথে সম্পৃক্ত খুলনা জেলার লক্ষাধিক পরিবার। একটানা কয়েকমাস চীন দেশে কাঁকড়া রফতানি কার্যক্রম বন্ধ হয়ে থাকায় ব্যাংক ঋনের চাপ আর পরিবার পরিজনদের অন্নসংস্থান করতে হিমসিম খাচ্ছেন জেলার কাঁকড়া ব্যবসায়ী ও খামারীরা।
বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, পাইকগাগাছা কাঁকড়া সমিতির সভাপতি দেবব্রত দাস দেবু। বক্তব্য রাখেন, কয়রা সমিতির সম্পাদক আলমগীর হোসেন, কপিলমুনি সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, আব্দুস সাত্তার, বিদ্যুৎ ঘোষ, মুকুল, অধিবাস সানা, সুধীর মন্ডল, নৃপেন মন্ডল, পরিতোষ মন্ডল ও তাপস সানা। সভায় বক্তারা বলেন, পাইকগাছা, কয়রা ও কপিলমুনিতে ৭ শতাধিক কাঁকড়ার ডিপো। প্রতিদিন এসব ডিপো থেকে ৫ টনের বেশি কাঁকড়া বিদেশে রপ্তানি করা হতো। যার মধ্যে ৮০-৮৫% কাঁকড়া রপ্তানি হতো চীনে।