
কাঁঠালিয়া সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে সারা দেশে ডাকা বিএনপির ৪৮ হরতাল কর্মসূচি কাঠালিয়া উপজেলা সদরে পালিত হয়েছে। হরতালের দ্বিতীয় দিন গত সোমবার সকাল থেকে পাড়ামহল্লায় দোকানপাট যথারীতি খোলা হয়। এ ছাড়া সকালের দিকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকে চলে আসে। শহরের সবগুলো রাস্তায় রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে।
কাঁঠালিয়া শহরের প্রাণকেন্দ্র বাস স্ট্যান্ড যানবাহনের চাপ ছিল। তবে শহরের ভেতর মার্কেট এবং বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খোলা কম ছিল । দূরপাল্লার যানবাহন কাঠালিয়া থেকে ছেড়ে যায়নি। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল ৭টার দিকে শহরের বাস স্ট্যান্ড এলাকায় বিএনপি ইউনিয়ন যুবদলের সভাপতি টাইগার সুমন সিকদারের নেতৃত্বে বাস স্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে কয়েকশত নেতাকর্মী অংশ নেয়।
এরপর শহরে এলাকায় হরতালের সমর্থনে বিএনপি, টাইগার সুমন সিকদার সহ ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নেন।