কাঁঠালিয়া সংবাদদাতা : বরিশাল বিভাগের ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সমবায় কর্মকর্তা মোঃমনিরুল ইসলাম-উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক বরাবর ১৭ অক্টোবর মুঠোফোনে অভিযোগ দিয়েছে নাম প্রকাশ করতে অনিচ্ছুক অভিযোগে সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, কাঠালিয়া যত সমবায় সমিতি নিবন্ধন করাতে যায় তাদের সবার কাছ থেকে জেলা সমবায় কর্মকর্তার নাম ভাঙিয়ে ৩০ হাজার টাকা করে নেন মোঃ মনিরুল ইসলাম-উপজেলা সমবায় অফিসার, সমবায় সমিতির নিবন্ধনের সময়ও তিনি ৩০ হাজার টাকা নিয়েছেন।
সমিতির নিবন্ধনের পর যতবার অডিট হয়েছে, প্রতিবার তাকে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। সমিতির কমিটি নির্বাচন ও অনুমোদনের জন্য ২৫ হাজার টাকা দাবি করেন। প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, সমবায় সমিতি নিবন্ধন, অডিট, বিনিয়োগ অনুমোদন, বাৎসরিক লাইসেন্স নবায়ন, সমবায় দিবস পালন, সমবায়ী প্রতিষ্ঠানের কমিটি গঠন, কমিটির নির্বাচন প্রভৃতি বিষয়ে সমবায় বিধিবিধানের অপব্যাখ্যা দিয়ে প্রায় প্রতিটি সমবায় প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করেন এ কর্মকর্তা। উপজেলার কাঠালিয়া ইউনিয়নে চলমান গাভী পালন প্রকল্প এবং সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচিতে নিজের পছন্দমতো ব্যক্তিকে ঋণ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, সমবায় সমিতির কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে তারা এরকম মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছে। এখন যে অভিযোগ করেছে, সে অভিযোগ প্রমাণ করুক। তবে প্রায় ১৫ বছর একই জায়গায় কর্মরত আছি
এ ব্যাপারে বিভাগীয় সমবায় কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সমবায় অধিদপ্তরে মুঠোফোনে অভিযোগ করা হয়েছে। অধিদপ্তর থেকে বিভাগীয় কার্যালয়ের নির্দেশনা এলে নির্দেশনা মোতাবেক তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।