কাঁঠালিয়া সংবাদদাতা : বরিশাল বিভাগের ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে চলছে নানা অনিয়ম দুর্নীতি। পিআইও মো:আহম্মদুর রহমান-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ তিন বন্ধুর লাগামহীন ঘুষ বাণিজ্যের ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অতিষ্ঠ হয়ে পড়েছেন। শুধু তাই নয় সরকারি প্রতিটি বরাদ্দের বিপরীতে পিআইওসহ তিন বন্ধুকে নির্দিষ্ট হারে মোটা অংকের কমিশন না দিলে নানা ভাবে হয়রানির শিকার হতে হয় এমন অভিযোগ জনপ্রতিনিধিদেরসহ সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, কাঠালিয়া উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে নানা অনিয়ম দুর্নীতি শুরু করলেও উর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় কাঠালিয়া উপজেলাবাসী সচেতন মহল ও থানা আওয়ামী লীগের, যুবলীগের ও ছাত্রলীগের সৎ ও ত্যাগী নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এ নিয়ে দূর্নীতিবাজ পিআইও’ সহ তিন বন্ধু নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দিলেও এখনো পর্যন্ত রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ ভুক্তভোগীদের। যার ফলে আরো বেপরোয়া হয়ে সমানতালে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন এ কর্মকর্তা সহ। তিনি ঠিকাদারদের সাথে আঁতাত করে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমান সরকারি অর্থ।
অনুসন্ধানে জানা গেছে, বিগত অর্থ বৎসরে স্থানীয় সাংসদ বরাদ্দ দেয় উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে। আর এসব প্রতিষ্ঠানের প্রকল্প কমিটির সভাপতির নিকট থেকে প্রতি টনের বিপরীতে পিআইও অফিস খরচের কথা বলে ডিও প্রদানের সময় ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ঘুষ আদায় করেছেন।
আর ওই অর্থ কাঁঠালিয় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের অনুকূলে স্ব-স্ব এলাকার গ্রামীণ অবকাঠামো সংস্কার করার জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (কাবিখা) এর আওতায় সরকারের ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রাণালয় বিপুল পরিমাণ বরাদ্দ দিলেও পিআইও অধিকাংশ মেম্বারদের সাথে আঁতাত করে মোটা অংকের অর্থও হাতিয়ে নিয়েছেন।
পিআইওর বিরুদ্ধে আরো বহু এমনই অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহ সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি'রা। এসব দুর্নীতি ও বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগের ব্যাপারে কাঠালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি আমার অফিসে আসেন সরাসরি কথা বলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর দুর্নীতির খতিয়ান সহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় জনগনের পক্ষ থেকে প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত